kalerkantho


শেখ রাসেলের জন্মদিনে ইউলেসার প্রীতি-অঞ্জলি

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০শেখ রাসেলের জন্মদিনে ইউলেসার প্রীতি-অঞ্জলি

৫৫তম জন্মদিন উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে প্রীতি-অঞ্জলি দিয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা। ছবি : কালের কণ্ঠ

শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে প্রীতি-অঞ্জলি দিয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে এ প্রীতি-অঞ্জলি দেওয়া হয়।

এ সময় শেখ রাসেল ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানু, উপাধ্যক্ষ সেলিনা আক্তার, ইউলেসার সভাপতি নাইম আহমেদ খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরকার লিটুসহ স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 মন্তব্য