kalerkantho


ফরিদপুর-১ আসন

অর্থনীতি গতিশীল,খতে নৌকায়,ভোট চান,কাজী সিরাজুল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলাম বলেছেন, দেশের সবাই নিজ নিজ ধর্ম ও উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছে। এটা সম্ভব হয়েছে শুধু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলেই।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুর-১ আসনের নির্বাচনী এলাকা মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সবার সঙ্গে কুশলবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘গত সাড়ে ৯ বছরে শেখ হাসিনা দেশে অর্থনৈতিক বিপ্লব করেছেন। এ সময় দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। অর্থনীতির চাকা গতিশীল ও সচল রাখতে আরেকবার শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এ জন্য ভোট দিতে হবে নৌকা মার্কায়।’

এ সময় কাজী সিরাজুল ইসলামের সঙ্গে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কবিরুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য আকরামুল করিম, নজরুল ইসলাম, আসাদুল করিম, শরীফুল ইসলাম কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য