kalerkantho


‘বিবেকের তাড়নায়’ আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের আখতার হোসেন নামে এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি।

আখতার হোসেন কড়া রোদের মধ্যেই রাজু ভাস্কর্যের সামনে বসে আহম্মদ ছফার ‘গাভী বিত্তান্ত’ বই পড়ছেন। পাশেই রয়েছে একটি ছাতা, ব্যাগ ও গামছা। তাঁর পেছনে প্ল্যাকার্ডে লেখা ‘যদি পরীক্ষা শুরুর এক মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্ন ফাঁস’, ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘জালিয়াতদের বহিষ্কার চাই’, ‘হোতাদের বিচার চাই’, ‘অনশন’, ‘প্রশ্ন ফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে।’

অনশনের কারণ জানতে চাইলে আখতার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেটা মেনে নিতে পারছি না। আমি বিবেকের জায়গা থেকে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া হোক।

 

 মন্তব্য