kalerkantho


কাজী জাফর উল্যাহর মায়ের কুলখানি অনুষ্ঠিত

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর মা সদ্যপ্রয়াত কাজী জেবুন্নেছার কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলডি হলে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতা, বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য অংশ নেন।

বেগম কাজী জেবুন্নেছা (৯৫) গত শুক্রবার ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বেগম কাজী জেবুন্নেছা বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সামাজিক কর্মকাণ্ডেও তৎপর ছিলেন তিনি। তাঁর বড় ছেলে কাজী জাফর উল্ল্যাহ, মেজ ছেলে ড. কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, ছোট ছেলে কাজী একরাম উল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী। বড় মেয়ে জোবায়দা মাহবুব লতিফ বর্তমানে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং ছোট মেয়ে সাবিহা মাহবুব বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 মন্তব্য