kalerkantho


যৌন হয়রানির অভিযোগ

শাবিপ্রবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

শাবিপ্রবি প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহকারী প্রক্টর প্লাবন চন্দ্র সাহাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্লাবন চন্দ্র অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।

অন্যদিকে সহকর্মীদের সঙ্গে বিবাদের অভিযোগে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলামকে। গত সোমবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, যৌন হয়রানির শিকার এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্লাবন চন্দ্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।মন্তব্য