kalerkantho


বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্র্যাক ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মীর গোলাম মোস্তফা, গফরগাঁও এরিয়া ম্যানেজার এমাম হোসেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সংগঠক আবু হানিফ, উজ্জল কুমার, আরিফুর রহমান প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতধোয়া কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 মন্তব্য