kalerkantho


৩ দিনব্যাপী লালন উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৮তম মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবস উপলক্ষে গতকাল সোমবার থেকে কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার। স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে লালনভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় এসে ভিড় জমাতে শুরু করেছে। ১৮৯০ সালের ১৬ অক্টোবর লালন শাহ কুষ্টিয়া শহরসংলগ্ন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন। এরপর থেকেই এ উৎসব পালিত হয়ে আসছে।

 

 মন্তব্য