kalerkantho

পদ্মায় ধরা পড়ল শুশুক

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে গতকাল সোমবার ধরা পড়েছে একটি শুশুক। শুশুকটির মুখে কারেন্টজালের ছেঁড়া অংশ থাকায় ধারণা করা হচ্ছে জেলেদের জালে এটি আটকা পড়ে। জেলেরা শুশুকটি নদীর পারে ফেলে গেলে স্থানীয় লোকজন পিটিয়ে মেরে ফেলে। পরে পদ্মার তীরে শুশুকটিকে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, শুশুক গভীর পানির প্রাণী। সাধারণত স্রোতপ্রবণ এলাকায় এদের বিচরণ। এরা মানুষের ক্ষতি করে না। এ ধরেনের প্রাণী মাছ খেয়ে বেঁচে থাকে। একসময় প্রাণীটি বর্ষাকালে এ অঞ্চলের খালেও দেখা যেত। কারণ সে সময় খালগুলোয় প্রচুর পানি ছিল। তবে এখন শুশুক বিলুপ্তির পথে। এটি মেরে ফেলা ঠিক হয়নি। এটিকে না মেরে নদীতে ছেড়ে দেওয়া উচিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, প্রাণীটি মেরে ফেলা ঠিক হয়নি। সম্ভবত পদ্মায় জেলেদের জালে শুশুকটি ধরা পড়লে তারা এটিকে ওই স্থানে ফেলে রেখে যায়।

 

মন্তব্য