kalerkantho


‘এ ব্রোকেন ড্রিম’

কমলগঞ্জে সিনহার বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রচিত ‘এ ব্রোকেন ড্রিম’ নামক বইয়ে মীতৈ ও মুসলিম মনিপুরীদের পাকিস্তানপন্থী রাজাকার বলে অভিহিত করার প্রতিবাদে গতকাল সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মনিপুরী ঐক্য পরিষদ।

দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমোহনায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থা, মনিপুরী কালচারাল কমপ্লেক্স, মনিপুরী উইম্যানস সোসিয়েল ডেভেলপমেন্ট অরগানাইজেশন, মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা, ভানুবিল-মাঝেরগাঁও মৈরা পাইবী মহিলা সমিতি, নীলকুঠি ইমা সমিতি, সলাই পুন্সিফম বাংলাদেশ, মনিপুরী সমাজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে সরকারের কাছে ‘এ ব্রোকেন ড্রিম’ বইটি নিষিদ্ধ এবং সিনহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মনিপুরী ঐক্য পরিষদের আহ্বায়ক খোইরোম ইন্দ্রজিতের সভাপতিত্বে ও সমাজকর্মী সমেন্দ্র সিংহের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এ কে শেরাম, কে মনিন্দ্র সিংহ, মনমোহন সিংহ, থোঙান বীরেন, হরেন্দ্র সিংহ, জয়ন্ত কুমার সিংহ, মাইস্লাম রাজেশ, সৌদামনি শর্মা প্রমুখ।

 মন্তব্য