kalerkantho


সিনহার অ্যাকাউন্টে টাকা

ফারমার্স ব্যাংকের ৬ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়ে তদন্ত করতে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বুধবার সকাল ১০টায় তাঁদের কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এই নোটিশ পাঠানো হয়। কমিশনের একটি সূত্র নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক এমডি শামীম ছাড়াও যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন ব্যাংকটির সাবেক অপারেশন ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সুলতানা।

জানা যায়, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নভেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।মন্তব্য