kalerkantho


লক্ষ্মীপুর জেলা পরিষদ

উচ্ছেদ অভিযানের সঙ্গে মন্ত্রী সম্পৃক্ত নন

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, লক্ষ্মীপুরে পর্যায়ক্রমে জেলা পরিষদের মালিকানাধীন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে অভিযান শুরু হয়েছে। সড়কে জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত এবং সড়ক দুর্ঘটনা রোধে সেগুলো প্রশস্তকরণে এ উদ্যোগ নেওয়া হয়।

রবিবারের তিন দোকান ঘর উচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, এ অভিযানের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির লক্ষ্মীপুর শহরের ভবনে যাতায়াতে সুবিধার কোনো সম্পর্ক নেই। তিনি এর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। মূলত জেলা পরিষদের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ তিনটি দোকানঘর ভেঙে দেওয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ম ওই সড়কটি ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ। এটি সরু হওয়ায় জনগণ ও যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হতো।

এ প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, যে দোকানঘরগুলো উচ্ছেদ করা হয়েছে, সেগুলো দুই বছর ধরে অবৈধভাবে সেখানে ছিল। স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা কর্ণপাত করেনি।

 

 

 মন্তব্য