kalerkantho


শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি বন্ধ

ঘাটে আটকা শত শত গাড়ি, যাত্রী ভোগান্তি

মুন্সীগঞ্জ ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) কর্তৃপক্ষ। নাব্যতা সংকট ও ড্রেজারের কারণে নৌপথ সংকুচিত হওয়ার কারণে গতকাল সোমবার বিকেল ৩টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ঘাটে আটকে পড়েছে শত শত গাড়ি। আটকে পড়ে যাত্রীরা রয়েছে ভোগান্তিতে। জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চ্যানেলের মুখ থেকে পলি সরিয়ে ফেরি চলাচলের উপযোগী করলেই ফেরি চলাচল ফের শুরু হবে।

বিআইডাব্লিউটিসির এজিএম সৈয়দ শাহ বরকতউল্লাহ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে লৌহজং চ্যানেলে নাব্যতা সংকটের কারণে বেশ কিছুদিন ধরে ফেরি চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। ডুবোচরে দফায় দফায় আটকে পড়ছে ছোট-বড় ফেরি। হাফ লোড নিয়ে ফেরিগুলো চলাচল করলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে নদীপথ পাড়ি দিতে হচ্ছে। এতে এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছিল।মন্তব্য