kalerkantho


১৪-১৫ অক্টোবর ইভিএম প্রদর্শনী ভোটের মহড়া

আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে

বিশেষ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ ও ১৫ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শন করতে যাচ্ছে। এই প্রদর্শনীতে ইভিএমে ভোট দেওয়ার মহড়াও হবে। আগ্রহীদের www.nidw.gov.bd/evm ওয়েব ঠিকনায় নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

গতকাল রবিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা যায়, নির্বাচন কমিশন ইতিমধ্যে এ উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন ও সমন্বয় কমিটি করেছে। দুই দিনব্যাপী ইভিএম প্রদর্শনীতে লোকসমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে ইসির ওই কমিটি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে এই প্রদর্শনী আয়োজনের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। ইভিএম প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের। কিন্তু ইসির মূল অংশীজন রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানানো হবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

 

 মন্তব্য