kalerkantho


প্যানেল মেয়র উসমান গণির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র উসমান গণিকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর লাশ দাফন করা হয়।

এর আগে সিঙ্গাপুর থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে সাবেক ভারপ্রাপ্ত মেয়র উসমান গণির লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দর থেকে ডিএনসিসির প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ও আলেয়া সারোয়ার ডেইজী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম তাঁর মরদেহ গ্রহণ করেন। এরপর বাদ জোহর উসমান গণির প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান অংশ নেন।

বাদ আসর মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাড্ডা আলাতুন্নেসা স্কুল ও কলেজ মাঠে।মন্তব্য