kalerkantho


গৌরীপুরে পুকুরে ডুবে দু্ই শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো জালাল উদ্দিনের মেয়ে মীম (৫) ও রতন মিয়ার মেয়ে তন্নী (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় লোকজন জানায়, মীম ও তন্নী দুপুরে বাড়ির পাশে পুকুরপারে খেলা করছিল। এ অবস্থায় দুপুর গড়িয়ে গেলেও তারা বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিল না। একপর্যায়ে বিকেলে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের লাশ পাওয়া যায়।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।মন্তব্য