kalerkantho


জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রবিবার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, সব নন-এমপিও হাই স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা হচ্ছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয় স্কেলে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সমিতির মহাসচিব মো. কামাল হোসেন বলেন, ‘সব শর্ত পূরণ করার পরও বাদপড়া চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়নি। বঞ্চিত করা হয়েছে আমাদের।’

 

 মন্তব্য