kalerkantho


কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের সব দুষ্কর্মের ঢাল ড. কামাল

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেন বিএনপি-জামায়াতের জঘন্য সব অপরাধকর্মের ঢাল হিসেবে নিজে ব্যবহৃত হলেন এবং নিজের মুখোশটাও খুলে ফেললেন। নির্দলীয় সরকার ও শেখ হাসিনার পদত্যাগের দাবি ড. কামাল হোসেনের গণতন্ত্রকে ডোবানোর ফাঁদ।’

কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের আগে গতকাল রবিবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘নিরাপদ দেশ গড়ার নামে গণতন্ত্রের বুলি কণ্ঠে নিয়ে ড. কামাল হোসেন গং আসলে গণতন্ত্র ডোবানোর প্রকল্প হাতে নিয়েছেন। বিএনপি-জামায়াতের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য গণতন্ত্র বা নির্বাচনের জন্য নয়, মূলত দুষ্কর্মের সব অপরাধীকে কারাগার থেকে মুক্ত করার ঐক্য।’

‘খালেদা জিয়াসহ দণ্ডিত অপরাধীদের কারাগার থেকে বের করার দাবি সরাসরি আইন-আদালতকে অস্বীকার করার দাবি, গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর দাবি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণ ও সরকার কোনোভাবেই তা মেনে নেবে না।’

কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও জাসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত টানা রংপুর, গাইবান্ধা, বগুড়া ও কুষ্টিয়া সফরে জনসভা ও পথসভা শেষে আজ সোমবার সকালে ঢাকা ফিরছেন তথ্যমন্ত্রী।

 মন্তব্য