kalerkantho


যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন ১৫৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নির্বাচনের আগমুহূর্তে জনপ্রশাসনের ১৫৪ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদমর্যাদার ১৫৪ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১৪৯ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত পাঁচজনের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

 মন্তব্য