kalerkantho


আলোচনাসভায় মওদুদ

এক মাসের মধ্যে অনেক পরিবর্তন আসবে দেশে

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী এক মাসের মধ্যে দেশে অনেক পরিবর্তন আসবে। তারা (ক্ষমতাসীন দল) নির্বাচনকালীন যে সরকারের কথাবার্তা বলছে সেটা ইমাজেনারি, এটা তাদের নিজেদের ইনভেন্টেড। নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছু নেই। তাদের নিজেদের খেয়াল-খুশিমতো করবে। আসলে ওই নির্বাচনকালীন সরকারে তারাই থাকবে। দেশের বর্তমান সংকট উত্তরণে সংবিধানের বাইরে গিয়েই নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘ভোটাধিকার, ন্যায়বিচার ও মানবাধিকার : বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।

সাবেক এই আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের জন্য আমরা যে রূপরেখা দেব তার ওপর ভিত্তি করে আজ পুরো জাতির ঐক্য সৃষ্টি হয়েছে।

 মন্তব্য