kalerkantho


কুমিল্লায় সেই নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কুমিল্লায় নাকে-মুখে স্কচ টেপ পেঁচানো অবস্থায় সড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটি আর নেই। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে সে মারা যায়।

গত ৬ সেপ্টেম্বর কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভাটিয়াভিটা এলাকার একটি ঝোপের ভেতর থেকে আহত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়েছিল। পরে ওই গ্রামের মেহেদী হাসান ও জহুরা বেগম দম্পতি তার দেখভালের দায়িত্ব নেন। কন্যাশিশুটির নাম রাখা হয়েছিল জান্নাতুল মাওয়া।

    মন্তব্য