kalerkantho


সিলেটে অর্থমন্ত্রী

আ. লীগ আগামী নির্বাচনে জিতে সরকার গঠন করবে

সিলেট অফিস   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। আমি মনে করি, দাপটের সঙ্গেই জিতবে এবং সরকার গঠন করবে।’ বর্তমান সরকার ৯৫ শতাংশ সফল বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটে চিকিৎসাবিষয়ক এক সেমিনারের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো। মাত্র তিন মাস বাকি, সব কিছু খুব ভালো যাচ্ছে। কোনো রকমের ঝগড়াঝাটি নেই, তবে বক্তৃতা আছে। আমি প্রত্যাশা করি, নির্বাচন খুব ভালো হবে।’ নির্বাচনকে কেন্দ্র করে কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘নাশকতা করলে সে রকম শাস্তি পাবে। নাশকতা সহ্য করা হবে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, তারই পরিপ্রেক্ষিতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে।’

নগরের একটি হোটেলে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক এই সেমিনার আয়াত এডুকেশন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে আয়োজন করে।

সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ক্যান্সার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। এ বিষয়ে এখানে সেমিনারের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আমি সরকারকে এ বিষয়ে বলব এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সেই চেষ্টা করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হার্ভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান, প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক।

এই সেমিনারের পাশাপাশি হার্ভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিক্যাল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।মন্তব্য