kalerkantho


ভাইস চেয়ারম্যানদের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক

বৃহত্তর ঐক্য গড়ে আন্দোলনের তাগিদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল সোমবার রাতে গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যানরা চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এ জন্য বৃহত্তর ঐক্য গঠন করে আন্দোলনে নামার তাগিদ দিয়েছেন তাঁরা।

বৈঠকে ৩৫ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক নেতা বলেন, দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন ও জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে তাঁদের মতামত শুনেছেন। বেশির ভাগ নেতাই ঐক্য গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তাঁরা মত দিয়েছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 মন্তব্য