kalerkantho


বিসিএস শিক্ষা ক্যাডারে ৪০৯ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৪০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত অধ্যাপক পদে পদোন্নতির এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত ছুটি, উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেনের সভাপত্বিতে একটি সভা হয়। সেই সভায় সরকারি কলেজ শাখার অতিরিক্ত সচিব মোল্লা জালালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য শিক্ষকদের তালিকা প্রণয়ন করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ শিক্ষকই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচের এক হাজার ১৩ জন শিক্ষক ২০০৬ সাল থেকে অধ্যাপক পদে

পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও পদস্বল্পতার কারণে শিক্ষা

মন্ত্রণালয় তাঁদের পদোন্নতি দিতে পারছিল না।

 মন্তব্য