লক্ষ্মীপুর ও নাটোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় দুজনের মৃত্যু হয়। আর নাটোরে এক শিশু মারা গেছে বড়াইগ্রাম উপজেলায়। গত রবিবার ও গতকাল সোমবার এসব ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে মারা যাওয়া দুই শিশু হলো—সদর উপজেলার আবিরনগর এলাকার ট্রাকচালক রিয়াজ হোসেনের ছেলে রিয়ন (২) ও রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার মাহমুদুর রহমানের ছেলে আওতাফ (দেড় বছর)। দুজনই খেলতে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নাটোরের বড়াইগ্রামে নদীতে ডুবে মারা যায় মামুন হোসেন (৪)। সে উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকার মহিবুর রহমানের ছেলে। স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, মহিবুরের বাড়ি বড়াল নদের ধারে। গত রবিবার সন্ধ্যার দিকে মামুন বাড়ির উঠানে খেলতে গিয়ে নদে পড়ে যায়। ওই সময় মামুনের মা রান্নাঘরে ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...