kalerkantho


খালেদার চিকিৎসার জন্য করা রিটের শুনানি হয়নি

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা ও মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর গতকাল সোমবার হাইকোর্টে শুনানি হয়নি। খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ‘নট টুডে’ বলে আদেশ দিয়েছেন। ফলে গতকাল শুনানি হয়নি।

বিশেষায়িত কোনো হাসপাতালে বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা এবং মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশনা চেয়ে গত রবিবার রিট আবেদন করা হয়। গতকাল রিট আবেদনটি আদালতের কার্যতালিকায় ৬৫ নম্বরে ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আদালতে ‘আজ নয়’ (নট টুডে) বলে সময়ের আবেদন জানান। এরপর আদালত ‘নট টুডে’ বলে আদেশ দেন। এ অবস্থায় কবে শুনানি হবে তা নির্ভর করছে খালেদা জিয়ার আইনজীবীদের ওপর। আদালতের কার্যতালিকায় থাকলে আজ  শুনানি হতে পারে অথবা এ সপ্তাহের যেকোনো দিন শুনানি হতে পারে।মন্তব্য