kalerkantho


রাজধানীর গণপরিবহন

শৃঙ্খলা ফেরাতে গঠিত কমিটির বিষয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রয়াত মেয়র আনিসুল হকের দেওয়া প্রস্তাব আমলে নিয়ে রূপরেখা তৈরি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে সমন্বয় কমিটির বিষয়ে প্রজ্ঞাপন জরি করা হয়েছে। গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফাকে। সংশ্লিষ্ট সাত বিভাগের প্রতিনিধি ও একজন গণপরিবহন বিশেষজ্ঞকে রাখা হয়েছে কমিটিতে। গতকাল সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জানা গেছে, কম্পানির মাধ্যমে বাস পরিচালনা এবং যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের পদক্ষেপগুলো আমলে নিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। দুই সিটি করপোরেশনের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে সদস্য হিসেবে রাখা হয়েছে কমিটিতে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকও রয়েছেন কমিটিতে।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, চালকদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য ঢাকার বেশির ভাগ দুর্ঘটনা ঘটে।মন্তব্য