অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান ও সাবেক হিসাবরক্ষক আবদুল মান্নানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল রবিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে অর্থ আত্মসাৎ সংক্রান্ত চারটি মামলায় আত্মসমর্পণ করলে এই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. মিজানুর রহমান খান।
চারটি মামলায়ই মেয়র আনিছুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রুহুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে একটি মামলায় জামিন মঞ্জুর করেন। বাকি তিনটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সাবেক হিসাবরক্ষক আবদুল মান্নান দুটি মামলায় আত্মসমর্পণ করলে দুটি মামলায় তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...