kalerkantho


কাকরাইল মসজিদে ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে হজ শেষে সৌদি আরব থেকে ফিরে সাদপন্থী তাবলিগের মুরব্বিরা কাকরাইল মসজিদে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এর আগে গত কয়েক মাস আগে টঙ্গীর বিশ্ব ইজতেমার আগেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাকরাইল মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বেশ কয়েকজন মুরব্বি ও সাথী হজে গিয়েছিলেন। শনিবার রাতে এশার নামাজের পর সাদের অনুসারী তাবলিগের মুরব্বিরা কাকরাইল মসজিদে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। এ সময় কাকরাইল মসজিদে ভেতরে ছিলেন সাদবিরোধী পক্ষের মুরব্বি মাওলানা যোবায়ের। কাকরাইল মসজিদের ভেতরে মাদরাসার ছাত্ররা বাইরে এসে সাদবিরোধীদের ওপর হামলা চালায়। তাতে উভয় পক্ষের হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। রাতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।মন্তব্য