kalerkantho


সুলতান উৎসবের তৃতীয় দিনে চিত্রাঙ্কনে শত শত শিশু

নড়াইল প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সুলতান উৎসবের তৃতীয় দিনে চিত্রাঙ্কনে শত শত শিশু

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসবে গতকাল ছবি আঁকায় মগ্ন খুদে শিল্পীরা। ছবি : কালের কণ্ঠ

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মদিন উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিনে গতকাল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ছবি এঁকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

পাঁচ শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযেগিতাকে কেন্দ্র করে সুলতান মঞ্চ এলাকা গম গম করতে থাকে। স্থান সংকুলান না হওয়ায় মেলাপ্রাঙ্গণ ছাড়াও ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের রুমে, বারান্দাসহ মোট তিনটি স্থানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্যসচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যের একাধিক স্টল বসেছে। বিভিন্ন স্থানের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। ৮ সেপ্টেম্বর শনিবার চিত্রা নদীতে নৌকাবাইচের মধ্য দিয়ে চার দিনব্যাপী সুলতান উৎসবের সমাপ্তি ঘটবে।

 মন্তব্য