kalerkantho

জাবিতে র‌্যাগিং বন্ধে ইউজিসির সভা

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিং বন্ধে প্রতিষ্ঠানের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, প্রক্টরিয়াল টিম ও আবাসিক হলের প্রভোস্টদের সঙ্গে সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে এ সভা হয়।

গত ফেব্রুয়ারি মাসে জাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মিজানুর রহমান র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন। এর পরই র‌্যাগিং বন্ধে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইউজিসিকে চিঠি দেওয়া হয়। তখন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। গতকাল জাবির সঙ্গে বৈঠকে কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। সভায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা এবং জ্ঞানের আধার। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাইকে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, যাতে উচ্চশিক্ষার অর্জনগুলো ম্লান না হয়ে যায়।’

মন্তব্য