kalerkantho


নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

নড়াইল প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

‘নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ ম্যারাথনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে লোহাগড়ায় আড়ম্ব্বরের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জয়পুর ঈদগাহ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন হয়।

সাংবাদিক মারুফ সামদানীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, এক্সপ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, ওসি প্রবীর কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বিকেলে নড়াইল শহরে শোভাযাত্রা, কেক কাটা ও ফুটবল খেলার মাধ্যমে দিবসটি পালন করা হয়।মন্তব্য