kalerkantho


সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর রাখাইন সফরে সম্মতি দেয়নি মিয়ানমার

বাংলাদেশ সফরও স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের রাখাইন সফর পরিকল্পনায় সম্মতি দেয়নি মিয়ানমার। এ কারণে তাঁর মিয়ানমার ও বাংলাদেশ সফর পরিকল্পনা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার তাঁর বাংলাদেশে আসার কথা ছিল।

জানা গেছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও মিয়ানমারের রাখাইন রাজ্য সফরে আগ্রহী ছিলেন। বিশেষ করে তিনি কক্সবাজার থেকে সড়কপথে মিয়ানমারে যেতে চেয়েছিলেন। এ বিষয়ে বাংলাদেশ সম্মতি জানালেও মিয়ানমার জানায়নি। এ কারণে তাঁর পুরো সফরটিই স্থগিত হয়েছে।

আসিয়ানের সভাপতি সিঙ্গাপুর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আলোচনা চালিয়ে যেতে দুই দেশকেই তাগিদ দিয়ে আসছে।

 

 মন্তব্য