kalerkantho


সাংবাদিক মামুনুর রশীদের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সাংবাদিক মামুনুর রশীদের অকাল মৃত্যু

একুশে টেলিভিশনের প্রতিবেদক ও প্রধানমন্ত্রী বিটে কর্মরত সাংবাদিক মামুনুর রশীদ মারা গেছেন। তিনি গতকাল সোমবার রাতে নিজ বাসায় ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মামুন এর আগে এশিয়ান টেলিভিশনে কর্মরত ছিলেন। ৩২ বছর বয়স্ক মামুন ব্যক্তিজীবনে অবিবাহিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিকরা শোক জানিয়েছেন।মন্তব্য