kalerkantho


আইআরআই জরিপ

প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ নাগরিকের সমর্থন

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০৬৬ শতাংশ নাগরিকের সমর্থন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন ৬৪ শতাংশ নাগরিকের। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দেশে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত নেতা হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। চলতি বছরের ১০ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট ইন সার্ভের করা জরিপ প্রতিবেদনটি গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়। গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

জরিপের ফলাফলে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে। ৬২ শতাংশ নাগরিক মনে করে, অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে। অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছে ৬৯ শতাংশ নাগরিক। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। ৬৬ শতাংশ নাগরিকের কাছে জনপ্রিয় শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি ৬৪ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে।

জরিপ প্রতিবেদনটির নোটে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আর সে কারণেই ৬৮ শতাংশ নাগরিক জননিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। এর মধ্যে ৫৭ শতাংশ মনে করছে, সামনে জননিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি হবে।

 মন্তব্য