আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচনের কারণে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে না। কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। আগামী অধিবেশন হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।
রাজধানীর তেজগাঁওয়ের জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নকলনবিশদের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধ বিধিমালা, ২০১৮-এর আলোকে নকলনবিশদের পারিশ্রমিক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ কাওসার আহমেদ প্রমুখ।
আইনমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, কবে সংসদ ভাঙছে? এর জবাবে আনিসুল হক বলেন, প্রথম কথা হলো সংসদ ভাঙবে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকার গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। সেই সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। আরপিও সংশোধনীর ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনো আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।’
এর আগে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করে। যারা ড্রইংরুমে বসে গণতন্ত্র নেই বলে, আন্দোলনের ডাক দিয়ে বিমানে চড়ে বসেন, জনগণ তাদের কথা শুনবে না।’
অনুষ্ঠানে আনিসুল হক আরো বলেন, ‘আমার মন্ত্রণালয়ে অভিযোগ পাই পাঁচ বছর, এক যুগেরও অধিক সময় যাওয়ার পরও অনেকে জমির রেজিস্ট্রেশন পান না। এর কারণ জানতে চাইলে আমাকে বলা হলো, বালাম নেই, ইনডেক্স নেই, স্লিপ নেই, এ জন্যই দেরি হয়।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...