kalerkantho


মহাসচিব বললেন

জাপা ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না। আর তখনই প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি ‘বিগ ফ্যাক্টর’। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে অপেক্ষা করছে, কারণ দেশের মানুষ এখন হুসেইন মুহম্মদ এরশাদের সুশাসন ফিরে পেতে চায়।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর থানা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন। এ সময় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার আগামী নির্বাচনে ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি এ এন এম রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বত্তৃদ্ধতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারি হাবিবুল্লাহ বেলালী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা জালাল উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজাউল কমির, মিজানুর রহমান দুলাল প্রমুখ।

 মন্তব্য