kalerkantho


৬০ ইউএনও ঘুরে দেখলেন পদ্মা সেতুর কাজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০২৮তম ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ওরিয়েন্টেশন কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রম লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মরত ও নবনিযুক্ত ৬০ জন ইউএনও অংশ নেন। দুপুরে ইউএনওরা লৌহজং উপজেলা ভূমি অফিসসংলগ্ন পদ্মার শাখা নদী থেকে লঞ্চে করে জাজিরা প্রান্তে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে যান। এর আগে সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত সচিব জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী।

ইউএনও মো. মনির হোসেন প্রজেক্টরের মাধ্যমে লৌহজং উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও এখানে জন্ম নেওয়া খ্যাতনামা ব্যক্তিদের কর্মজীবন তুলে ধরেন। ওই অনুষ্ঠানে মাঠপর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন নবনিযুক্ত ইউএনওরা। মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতার বর্ণনা দেন উপজেলা প্রকৌশলী শফিকুল আহসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার।মন্তব্য