kalerkantho


ফরিদপুরে স্থানীয় সরকারমন্ত্রী

আগামী নির্বাচনে কারো অধিকার ক্ষুণ্ন করা হবে না

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ভোট যার যার গণতান্ত্রিক অধিকার। সেই নির্বাচনে কারো অধিকার ক্ষুণ্ন করা হবে না।

গতকাল রবিবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি যেমন আমার প্রচারণা চালাচ্ছি, বিরোধীদলীয় প্রার্থীরাও তেমন প্রচারণা চালাবেন। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার থেকে তাঁদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণ দুর্বৃত্তদের শাস্তি দিতে অবতার হিসেবে পৃথিবীতে এসে তাদের শাস্তির ব্যবস্থা করেছিলেন। আজ অশান্তি ও দুর্বৃত্তদের শাস্তি দিয়ে শান্তি ও নিরাপদ পৃথিবী গড়তে আমাদেরও সংগ্রাম করতে হবে।’

 মন্তব্য