kalerkantho


বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ সোমবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকেবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সম্মেলনের প্রথম দিন ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় সম্মেলন শুরু হবে। এবারের সম্মেলনের সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি/হত্যা/ আহতের ঘটনা, আগ্নেয়াস্ত্র/ গোলাবারুদ/ বিস্ফোরকদ্রব্য চোরাচালান, ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা, ভায়াগ্রা/সেনেগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালান, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার ও আটকের ঘটনা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে অনুপ্রবেশ ঘটনার বিষয় আলোচনায় স্থান পাবে। এ ছাড়া জয়েন্ট রিট্রিট সেরিমনির  ভেন্যুগুলোতে দর্শকদের জন্য সীমান্তের দুই পাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’-এর আওতা বাড়ানো, উভয় দেশের সীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ এবং পারস্পরিক আস্থা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ। ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সীমান্ত সম্মেলন উপলক্ষে ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।মন্তব্য