চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ সবেমাত্র শুরু হয়েছে। এখনো ১ শতাংশ কাজও শেষ হয়নি। অথচ কয়েকটি এলাকায় ইতিমধ্যে সুফল পাওয়া শুরু হয়েছে। এলাকাবাসী আমাদের এসব সুফলের কথা জানাচ্ছে। আর কিছুদিন পর বড় বড় কাজে হাত দেওয়া হবে। তখন এলাকাবাসী প্রকল্পের প্রকৃত সুফল পেতে শুরু করবে।’
গতকাল শুক্রবার বিকেলে নগরের চান্দগাঁও ওয়ার্ডের টেকবাজার পুল, গাবতলা, মালির বাড়ি, রিয়াজউদ্দিন উকিল বাড়ি, নুরুল হক কন্ট্রাক্টর বাড়ি, চান্দের বাড়ি, আফজাল মাঝির বাড়ি এলাকায় আয়োজিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সিডিএ চেয়ারম্যান আরো বলেন, ‘এই জলাবদ্ধতাকে পুঁজি করে অনেকে অনেক রাজনীতি করেছে। কিন্তু কেউ এ অভিশাপ থেকে চট্টগ্রামবাসীকে রেহাই দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। আমি সিডিএর দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামবাসীর দুঃখ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরি। জননেত্রী চট্টগ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় প্রকল্পের অনুমোদন দিয়েছেন। প্রকল্পের কাজ শেষ হলে বিশ্ববাসী নতুন চট্টগ্রাম দেখবে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...