kalerkantho


রিজভী বললেন

দুঃশাসনের অবসান না হলে মানুষের মুক্তি মিলবে না

নিজস্ব প্রতিবেদক   

২১ আগস্ট, ২০১৮ ০০:০০বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখী মানুষ প্রচণ্ড দুর্দশার মধ্যে পড়েছে। শুধু তা-ই নয়, এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনো দেখা যায়নি। ব্যবসায়ীরা দোকানে ঈদের সামগ্রী তুলে বিপাকে পড়েছেন। কারণ বেচা-বিক্রি বন্ধ। এই দুঃশাসনের অবসান না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না স্বস্তি।

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির পাশাপাশি কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী এবং দৃক গ্যালারির কর্ণধার আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানান রিজভী।

রিজভী বলেন, দুই দিন ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালীতে তাঁর বাড়িতে অবরুদ্ধ। তাঁর বাড়ির সামনে পুলিশ এখনো ব্যারিকেড দিয়ে রেখেছে। তাঁর বাড়ি থেকে কোনো নেতাকর্মী ফেরার সময় তাদের গ্রেপ্তার করছে। কী দুর্বিষহ ঘটনা! এ ধরনের অমানবিক ঘটনা সৃষ্টির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটাকে নিয়ে তামাশা ও উপহাস করছেন। একজন বর্ষীয়ান রাজনীতিবিদের স্বাভাবিক জীবনযাপনেরও সুযোগ নেই  ভোটারবিহীন সরকারের আমলে।

 

 মন্তব্য