kalerkantho


দুই শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে হত্যা

জাবালে নূরের চালক জুবায়েরের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক   

২০ আগস্ট, ২০১৮ ০০:০০রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে হত্যা মামলায় জাবালে নূর পরিবহনের এক চালক জুবায়ের হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট জুবায়ের আদালতে স্বীকারোক্তি দিয়ে বলে, ‘পাল্লা দিয়ে বাস চালানো ও রাস্তার ওপর আড়াআড়িভাবে বাস থামিয়ে রাখায় দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার জন্য আমিও দায়ী।’

এই মামলায় গ্রেপ্তার তিন চালক, দুই হেলপার ও গাড়ির মালিক কারাগারে আছে। গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের তিনটি গাড়ি পাল্লা দিয়ে চালানোয় একটি শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ১০-১৫ জন শিক্ষার্থী।মন্তব্য