kalerkantho


পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৮ ০০:০০হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার কমলাদিঘীতে এ ঘটনা ঘটে। শাহেদ খান হাসিব (২০) নামের ওই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে পড়ত। এদিকে একই দিন একই উপজেলার জামালপুর গ্রামে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম হাদিস মিয়া (৬০)।

হাসিবের মৃত্যু সম্পর্কে স্থানীয় লোকজন জানায়, ঈদ করতে কয়েক দিন আগে তিনি বাড়ি আসেন। তাঁর বাবার নাম আবিদুর রহমান। গতকাল দুপুরে পাড়ার ছোট ভাইদের সঙ্গে হাসিব সাগরদিঘিতে (কমলা রাণীর দিঘি) গোসল করতে নামেন। এ সময় পানিতে ডুব দিয়ে তিনি আর উঠে আসেননি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে ময়নাতদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 মন্তব্য