kalerkantho

বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

২০ আগস্ট, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশের কয়েকটি স্থানে বজ্রপাতে চার ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেতে কাজ করার সময় ঘটনাস্থলেই মারা যায় দুই কৃষক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত—

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের শরণখোলায় গতকাল রবিবার দুপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত এবং একজন আহত হয়েছে। ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কৃষকদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর উল্টারপাড় গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো. কালাম গাজী (৫৫) ও ধানসাগর ইউনিয়নের খেজুবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫)।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গতকাল সকালে বজ্রপাতে প্রশান্ত বাড়ৈ (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় প্রশান্ত বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রশান্ত বাড়ৈ বাসুদেবপুর গ্রামের সহাদেব বাড়ৈর ছেলে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যানগর উপজেলার ভেটখালী গ্রামে গতকাল দুপুরে বজ্রপাতে এক আদিবাসী বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম সুভাষী মুণ্ডা (৬০)। এ সময় প্রসেনজিত মুণ্ডা (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও গ্রামবাসী জানায়, দুপুরে নিজ বাড়ির পাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মৎস্য ঘেরে কাজ করছিলেন সুভাষী ও প্রসেনজিত। হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষীর মৃত্যু হয় এবং প্রসেনজিত আহত হন।

মন্তব্য