kalerkantho


লুমার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৮ আগস্ট, ২০১৮ ০০:০০কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের শিক্ষার্থী লুত্ফুন্নাহার লুমার বিরুদ্ধে দায়ের হওয়া ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। সেই সঙ্গে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে আটককৃতদের ঈদের আগেই মুক্তির দাবি জানিয়েছেন পরিষদের নেতারা।

গতকাল শুক্রবার বিকেলে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, আতাউল্লাহ, জালাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘লুমা কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি নিরাপদ সড়কের দাবির আন্দোলনে কোনোভাবেই জড়িত ছিলেন না। তিনি গত ৩ জুলাই থেকে ১৫ আগস্ট গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো নিরাপদ সড়কের আন্দোলনে জিগাতলার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে এক মেয়ে মুখ ঢেকে বক্তব্য দেওয়ায় তার সঠিক পরিচয় নির্ণয় করা সম্ভব হয়নি। মেয়েটিকে গোলাপি রঙের একটি জামা পরিহিত অবস্থায় দেখা যায়। এর আগে লুমা গোলাপি রঙের একটি জামা পরে একটি টিভি টকশোতে গিয়েছিলেন।মন্তব্য