kalerkantho


গুপ্তধন মেলেনি সেই বাড়িটিতে

নিজস্ব প্রতিবেদক   

১৭ আগস্ট, ২০১৮ ০০:০০রাজধানীর মিরপুরে যে বাড়িতে কথিত গুপ্তধনের খোঁজ চলছিল, সেখানে গতকাল বৃহস্পতিবার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শেষ পর্যায়ের অনুসন্ধান চলে মিরপুর-১০-এর ‘সি’ ব্লকের বাড়িটিতে। স্ক্যানার দিয়ে পরীক্ষার পর সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, সেখানে সোনা কিংবা ধাতব কিছুর অস্তিত্ব নেই।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাংবাদিকদের জানান, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও বুয়েটের এক্সপার্ট নিয়ে বাড়ির ভেতরে জিপিআর স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো ধাতব পদার্থ বা গুপ্তধনের অস্তিত্ব না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, বাড়িটিতে গুপ্তধনের সন্ধান মেলেনি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ থাকায় অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। বসানো হয়েছিল পুলিশের পাহারা। ২৫ দিন পর সেখান থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।মন্তব্য