kalerkantho


নতুন ৬০০ বাস ট্রাক কিনছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক   

১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ভারতের লাইন অব ক্রেডিট বা এলওসি-২ এর আওতায় ১০০টি নন-এসি বাস ও ৫০০টি ট্রাক কিনতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসির সঙ্গে ভারতের টাটা ও ভিই কমার্শিয়াল ভেহিকল লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, টাটা মোটরসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিশাল শর্মা ও ভিই কমার্শিয়াল ভেহিকল লিমিটেডের পক্ষে কাশিস অরোরা।

এ চুক্তির আওতায় মোট ৬০০টি বাস ও ৫০০টি ট্রাক কিনবে বিআরটিসি। প্রাথমিকভাবে ১০০টি নন-এসি বাস ও ৫০০টি ট্রাক কেনা হবে। সব বাস ও পাশাপাশি দেড় শ ট্রাক সরবরাহ করবে টাটা মোটরস লিমিটেড।মন্তব্য