kalerkantho


বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, সিলেটে প্রবাসী গ্রেপ্তার

সিলেট অফিস   

১৬ আগস্ট, ২০১৮ ০০:০০জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় সিলেটে খালেদ আহমদ বাদশা (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিয়ানীবাজার খশিরবন্দ (হাতিটিলা) এলাকার মৃত হাবিব আলীর পুত্র এবং ব্রাজিলপ্রবাসী।

সূত্র জানায়, বাদশা মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্নজনকে গালাগাল করে ভিডিও রেকর্ড করেন। পুলিশ বাহিনী সম্পর্কেও কটূক্তি করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন। তাঁর উসকানিমূলক ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ অবস্থায় পুলিশ গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ভিডিওটি রেকর্ডের কথা স্বীকার করেছেন। মূলত ২০১৫ সালে ব্রাজিলে থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওটি ভাইরাল করেন। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

 

 মন্তব্য