kalerkantho


নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ আরিফের

সিলেট অফিস   

২৪ জুলাই, ২০১৮ ০০:০০সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভিন্ন আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে আরিফুল হক চৌধুরী তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকারের নির্দেশনা ছাড়াই পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের হয়রানি করছে। তাদের বাসাবাড়িতে তল্লাশির নামে আতঙ্ক ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘সিলেটে বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানির বিষয়টি বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ বিএনপির কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ‘পুলিশের কাজে বাধা প্রদানের’ অভিযোগে গত রবিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ফয়েজ আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রতিবারই সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে যে প্রার্থী বিজয়ী হন তাঁর দলই সরকার গঠন করে। এ পুণ্যভূমি সিলেটে কোনো প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয়ে প্রহসনের নির্বাচন করলে এর প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে।’ সদ্যোবিদায়ী এ মেয়র আরো বলেন, ‘সিলেটের মানুষ অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমরা সহনশীল শান্তিপ্রিয়। তাই কোনো অন্যায় সিলেটের জনগণ মানবে না।’

আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গতকাল সোমবার নগরের ২১ নম্বর ওয়ার্ডের সোনারপাড়া, হাতিমবাগ, গোলাপবাগ ও শাপলাবাগ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘সিলেট নগরের লোকজন আমাকে বারবার তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন নব উদ্যমে এগিয়ে চলতে। তাঁদের ভালোবাসা ও সমর্থন আমার মনে নতুন নতুন স্বপ্ন রচনা করে। এ নগরবাসীই আমার স্বপ্নদ্রষ্টা, আমার স্বপ্নসারথি।’

 মন্তব্য