kalerkantho


শিক্ষামন্ত্রী বললেন

উপযুক্ত প্রতিষ্ঠান ও দক্ষ শিক্ষকরাই এমপিও পাবেন

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৮ ০০:০০শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পদের সীমাবদ্ধতার কারণে গত আট বছর ধরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে পারিনি। তবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থ প্রাপ্তির আশ্বাস পাওয়া গেছে। এ বছর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। কেবল যোগ্য প্রতিষ্ঠান এবং দক্ষ শিক্ষকরাই এমপিওর জন্য বিবেচিত হবেন। নীতিমালার আলোকেই প্রতিষ্ঠান বাছাই করা হবে। কেননা এমপিওভুক্তির ক্ষেত্রে আমরা একটি স্থায়ী সুশৃঙ্খল ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।’

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইরাব সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন এমপিও নীতিমালা করেছি। এর মাধ্যমে ভবিষ্যতেও যোগ্য প্রতিষ্ঠানের এমপিও পাওয়ার পথ খোলা রাখা হয়েছে। তবে আমরা নিয়মনীতির মধ্যে থেকে সবাইকে সন্তুষ্ট করতে চাই।’

মন্ত্রী বলেন, শিগগিরই বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের সার্কুলার জারি করা হবে। এ লক্ষ্যে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন মহলের বাধা, মামলাসহ নানা জটিলতার কারণে গত প্রায় দুই বছর ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছিল না।

শিক্ষাসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা এমন খবর পরিবেশন করুন যাতে দেশ ও জাতি উপকৃত হয়। আপনাদের কাছে ভুল তথ্যসংবলিত কোনো প্রতিবেদন আশা করি না। কেউ যেন কোনো গণমাধ্যম প্রতিনিধিকে বিভ্রান্ত করতে না পারে, সেই প্রত্যাশাও আমরা করছি।’

 মন্তব্য